আইনজীবী সমিতি নির্বাচন: সাখাওয়াতের পথেই হাঁটছেন মোহাম্মদ আলী
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের দেখানো পথেই যেন হাঁটছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী। সাখাওয়াত হোসেন খানকে অনুসরণ করে দলের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে সহ-সভাপতি পদে নির্বাচনে অংশ নিয়েছেন তিনি।
আইনজীবী সমিতিতে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ত্যাগ থাকার পরেও যেমন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়ী হয়েছিলেন; তেমনিভাবে অ্যাডভোকেট মোহাম্মদ আলীও কঠিন সময়ে নির্বাচন করে এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। সেই সাথে নির্বাচনে জয়ী হবেন বলেও আইনজীবীরা বলছেন।
আদালতপাড়া সূত্র বলছে, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যখন কেউ নির্বাচন করার সাহস পেতেন না তখনও দলের হয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আলী নির্বাচনে অংশ নেন। সেই সাথে সদস্য থেকে সম্পাদকীয় পদ পর্যন্ত বিপুল ভোটে জয়লাভ করেন। জয়ী হয়ে আইনজীবী সমিতিতে বিএনপির প্রতিনিধিত্ব করেন।
বিগত ২০১২-২০১৩ সালের নির্বাচনে কার্যকরী সদস্য, ২০১৪-২০১৫ সালের নির্বাচনে আইন ও মানবাধিকার সম্পাদক এবং ২০১৬-২০১৭ সালের নির্বাচনে আপ্যায়ন সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেন। যে সময়গুলোতে বিএনপির রাজনীতিতে কঠিন পরিস্থিতি ছিল। আদালতপাড়ায় বিএনপিপন্থী আইনজীবীদের কোনো প্রভাব ছিল না। সে সময়েও নির্বাচনে অংশ নিয়ে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় আইনজীবী সমিতির গত নির্বাচনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মনোনয়ন চেয়েছিলেন মোহাম্মদ আলী। কিন্তু সেবার তাকে মনোনয়ন দেওয়া হয়নি। সেই সাথে এবারের নির্বাচনেও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দুই-দুইবারই অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন বঞ্চিত করা হয়।
ফলে এবারের তিনি স্বতন্ত্রভাবেই আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি পদে অংশ নিয়েছেন। সেই সাথে সাধারণ আইনজীবীদের মাঝে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিপুল ভোটেই তিনি জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, আগামী ২৮ আগস্ট নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও অ্যাডভোকেট আনোয়ার প্রধানের নেতৃত্বে প্যানেল দিয়েছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।





































