বিএনপিপন্থী আইনজীবী প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘণ করে প্রচারণামূলক কার্যক্রম চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতপন্থী আইনজীবীদের প্যানেল বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা।
রোববার (১৭ আগস্ট) দুপুরে গণসংযোগ কর্মসূচি শেষে আইনজীবী সমিতির ভবনের সামনে সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে এমন অভিযোগ করেন তারা।
প্যানেলটির সাধারণ সম্পাদক প্রার্থী মো. মাঈন উদ্দিন মিয়া বলেন, “আইনজীবীদের জন্য আমরা সুশৃঙ্খল একটি ন্যায় ও ইনসাফভিত্তিক পরিবেশ গড়ে তুলতে চাই। তাই আমরা ইতোমধ্যে আচরণবিধি ভঙ্গ করার মতো কোনো কাজ করি নাই। কিন্তু বিভিন্ন প্যানেল আচরণবিধি ও নীতিমালা ভঙ্গ করেছেন। আমরা নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের এদিকে দৃষ্টি কামনা করছি। একইসাথে যারা ভোটার তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই পরিবেশ তৈরি করতে হবে।
“আমরা নির্বাচনে আছি এবং থাকবো। কোনো প্রকার অপপ্রচার থেকে সকলে বিরত থাকবেন।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “কথা ছিল আইনজীবীদের বাড়ি বাড়ি যাওয়া যাবে না। এবং একটাই সভা হবে, সেটি হচ্ছে প্যানেল পরিচিতি সভা। কিন্তু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ভোটারদের বাড়িতে যাচ্ছেন, তারা বন্দরে গিয়েছেন, রূপগঞ্জেও যাবার পরিকল্পনা আছে বলে জেনেছি। এটা আচরণবিধি লঙ্ঘণ। এছাড়াও, কোর্টের উল্টো দিকে হিমালয় রেস্তোরাঁ তারা প্রতিদিন বুকিং দিয়ে রেখেছেন, সেখানে সভা করছেন, খাবার বিতরণ করছেন। এসবের বিরুদ্ধে নির্বাচন কমিশনারকে ব্যবস্থা নিতে হবে।”
সভাপতি প্রার্থী এ হাফিজ মোল্লাহ্ বলেন, “এ নির্বাচনের উদ্দেশ্য হলো এই আইনাঙ্গণে সুষ্ঠু পরিবেশ ও বিচারালয়ে ন্যায় প্রতিষ্ঠা করা। বিচারের সঙ্গে আইনজীবী ও বিচারকরা জড়িত, আইনজীবী ও বিচারকদের সমন্বয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা পায়। আমরা বিজয়ী হলে বিচারক ও আইনজীবীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে কাজ করবো, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা পায়।”
তিনি আরও বলেন, “বিচারের অভাবে সারা বাংলাদেশের মানুষ ভুক্তভোগী হচ্ছে। আমরা দাঁড়িয়েছি এই ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আইনাঙ্গণে সুন্দর পরিবেশ সৃষ্টি করা।”
আগামী ২৮ আগস্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।