আগামীর বাংলাদেশ গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই: মাওলানা জব্বার

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা দক্ষিণ অঞ্চলের দুইদিনব্যাপী সদস্য শিক্ষা শিবির শনিবার (১৬ আগস্ট) নারায়ণগঞ্জ চাষাড়ায় অনুষ্ঠিত হয়েছে।
শিবিরের প্রধান অতিথি, সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার বলেন, “আগামীর বাংলাদেশকে উন্নত ও পরিবর্তিত করতে চাইলে শুধু একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ থাকা যাবে না। নৈতিক শিক্ষায়ও তরুণদের শিক্ষিত করতে হবে। বর্তমান প্রজন্মের অনেক তরুণ পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে হতাশা ও অপরাধের পথে যাচ্ছে। এটি প্রতিরোধ করার জন্য নৈতিক শিক্ষা ও কারিগরি শিক্ষা অপরিহার্য।”
তিনি আরও যোগ করেন, “ইসলামী দল ক্ষমতায় এলে আমরা এই উদ্যোগ বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।”
শিবিরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ইসমাইল, সঞ্চালনা করেন সেক্রেটারি অমিত হাসান। দুইদিনব্যাপী শিবিরে ঢাকা দক্ষিণ অঞ্চলের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।