৩১ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২৪, ২৯ জুলাই ২০২৫

বিচার, সংস্কার, নির্বাচনের দাবিতে গণসংহতি আন্দোলনের গণসংযোগ

বিচার, সংস্কার, নির্বাচনের দাবিতে গণসংহতি আন্দোলনের গণসংযোগ

বিচার, রাষ্ট্রীয় সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আগামী শুক্রবার (১ আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় জুলাই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে বিকাল ৩টায় সমাবেশ শুরু হবে।

কেন্দ্রীয় সমাবেশে নারায়ণগঞ্জবাসীকে যোগ দেবার আহ্বান জানিয়ে মঙ্গলবার (২৯ জুলাই) গণসংহতি আন্দোলনের জেলা ও মহানগর নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশিদ বিপ্লব, জেলার সহ-সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি  ছাত্রনেতা ফারহানা মানিক মুনা, সাধারণ সম্পাদক সৃজয় সাহা প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়