৩১ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৬, ২৯ জুলাই ২০২৫

মামুন মাহমুদের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

মামুন মাহমুদের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ছবি সংবলিত ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঢাকা-নারায়নগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকায় অবস্থিত একটি বিলবোর্ড লাগানো ছিলো জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবির সাথে মামুন মাহমুদের ছবিযুক্ত ব্যানার। 

তার অনুসারীদের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা বিলবোর্ডে উঠে মামুন মাহমুদের ছবিযুক্ত ব্যানার ছিঁড়ে ফেলে। যেখানে দেখা যায়,ব্যানারটি লাগিয়েছেন মামুন মাহমুদের অনুসারী নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সদস্য মো. মাজেদুল হক। 

এতে, ব্যানার ছিঁড়ে ফেলার কারণে অনুসারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ছবি ছড়িয়ে পড়াতে রাজনৈতিক মহলেও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মামুন মাহমুদের অনুসারীরা বলেন, তিনি সকলের কাছে একজন গ্রহণযোগ্য নেতা। তাদের ধারণা এই ব্যানার ছিঁড়ে ফেলার পেছনে নিজ দলীয় প্রতিপক্ষ থাকতে পারে। যা এক ধরণের অনৈতিক ও নোংরা রাজনীতির অংশ। এ ঘটনায় জেলা পুলিশকে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য দাবী জানিয়েছেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়