জাকির খানের জীবন কেটেছে ষড়যন্ত্রে: অ্যাডভোকেট হুমায়ুন

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য কারামুক্ত বিএনপি নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে এই সাক্ষাৎকালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, “জাকির খানের জীবনটা ষড়যন্ত্রে কেটেছে। ষড়যন্ত্রের কারণে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। এমনকি পলাতকও থাকতে হয়েছে। আমাদের দলের মধ্যে এত বড় ত্যাগের নজির আর কারও নেই। জাকির জেলে থাকলেও তার অনুসারীরা যে আন্দোলন গড়ে তুলেছিল, তা আমরা বাইরে থেকেও করতে পারিনি। আমরা সব সময় জাকির খানের পাশে আছি এবং থাকব।”
সদ্য কারামুক্ত জাকির খান বলেন, “আমি সবার কাছে কৃতজ্ঞ। বিশেষ করে সাংবাদিকরা আমার জন্য অনেক করেছেন। তাদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের কারণেই আমি খালাস পেয়েছি।”
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, এপিপি ওমর ফারুক নয়নসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।
সাক্ষাৎ শেষে জাকির খানের জন্য দোয়া করা হয় এবং তাকে ফুল ছিটিয়ে বরণ করা হয়।