০৯ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৫, ১৫ মার্চ ২০২৫

সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মুফতি মাসুম বিল্লাহ

সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: মুফতি মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, "সংবিধান, নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ, দুদক ও বিচার বিভাগের সংস্কার এখন সময়ের দাবী। যদি এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার না করা হয়, তাহলে আগের তিমিরে ফেরার আশঙ্কা থেকেই যাবে। তাই সংস্কার অপরিহার্য।"

শনিবার (১৫ মার্চ) বিকেল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "বিশ্বের ৯০টিরও বেশি দেশে অনুসৃত সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন পদ্ধতি আমরা দাবী করেছি। জাতীয় নির্বাচনে এই পদ্ধতি অনুসরণ করা হলে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে, কার্যকর ও যথাযথ প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হবে এবং নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির ব্যবহার বন্ধ হবে।"

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনহীন পরিস্থিতি দীর্ঘ হোক তা চায় না। বরং সুষ্ঠু, অবাধ ও সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা ও সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে।

ওয়ার্ড সভাপতি মীর কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি মুহা. সোহেল প্রধান, সেক্রেটারি আ. মজিদ।

ইফতারের পূর্বে নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির সদস্যরা হলেন: সভাপতি হাজী মো. মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মুহা. বিলাল খান, সহ-সভাপতি মীর কাশেম, সেক্রেটারি হাফেজ বেলাল, জয়েন্ট সেক্রেটারি মুহা. শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়