২১ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:২৪, ২০ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনে বিচারপতি শেখ তাহসিন আলী

বন্দরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনে বিচারপতি শেখ তাহসিন আলী

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ তাহসিন আলী নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও পুরাকীর্তি নিদর্শন পরিদর্শন করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সপরিবারে প্রথমে ঐতিহাসিক সোনাকান্দা কেল্লা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

পরে বিচারপতি শেখ তাহসিন আলী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে অবস্থিত সুলতানি আমলের এক গম্বুজ শাহীমসজিদ, হাজী সালেহ বাবা তিন গম্বুজ মুঘল মসজিদ ও তার সমাধি পরিদর্শন করেন। এছাড়া ২৪ নম্বর ওয়ার্ডে নবীগঞ্জে অবস্থিত রাসুলুল্লাহ (সা.)-এর কদম মোবারক (পায়ের ছাপ) দর্শন করেন।

পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টার দিকে তিনি সোনারগাঁয়ের উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন।

সর্বশেষ

জনপ্রিয়