২০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১২, ২০ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:০১, ২০ অক্টোবর ২০২৫

১৮নং ওয়ার্ডে গণসংহতি আন্দোলনের মশক নিধন কর্মসূচি

১৮নং ওয়ার্ডে গণসংহতি আন্দোলনের মশক নিধন কর্মসূচি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডে স্থানীয় জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংহতি আন্দোলনের উদ্যোগে মাইকিং ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) সকালে গণসংহতি আন্দোলন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে উত্তর নলুয়া থেকে শুরু করে দক্ষিণ নলুয়া, বি.কে. রোড ও দাসপাড়াসহ বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “নগরের সুস্থতা নিশ্চিত করতে শুধু কর্তৃপক্ষের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। নিজে সচেতন হই, অপরকে সচেতন করি।” তিনি সকল সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান জানান, নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে সক্রিয় অংশগ্রহণ করতে।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “নলুয়া রোড ও বি.কে রোডের ভাঙাচোরা ড্রেনেজ এবং অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ডেঙ্গুসহ বিভিন্ন রোগের বিস্তার ঘটাচ্ছে। জনসাধারণ সচেতনতা দেখাবে, কর্তৃপক্ষও তদনুযায়ী কার্যকর পদক্ষেপ নেবে।”

এসময় গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল ইসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলার মহানগর কমিটির সমন্বয়কারী বিপ্লব খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা, সাবেক সাধারণ সম্পাদক সৃজয় সাহা এবং বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা।

নেতৃবৃন্দ জানান, বর্ষা পরবর্তী সময়ে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিক সচেতনতা বাড়াতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়