২৭ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ১৯:২৭, ২৫ সেপ্টেম্বর ২০২৫

হাইড্রোলিক হর্ন বাজানোয় ৭ গাড়িতে জরিমানা

হাইড্রোলিক হর্ন বাজানোয় ৭ গাড়িতে জরিমানা

নারায়ণগঞ্জের হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দ দূষণ করায় সাতটি যানবাহনের চালককে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অভিযান চলে।

এ সময় সাত পরিবহনের চালককে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলার নেতৃত্বে এ অভিযানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণকারী যানবাহনগুলোতে জরিমানা করা হয় বলে জানান হুজ্জাতুল ইসলাম।

সর্বশেষ

জনপ্রিয়