সোমবার নারায়ণগঞ্জে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সফর করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউলের স্বাক্ষরিত চিঠিতে তথ্যটি জানানো হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং জেলার সকল পর্যায়ের প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
তিনি সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের আমলাপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করবেন। এ সময় তার সঙ্গে থাকবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
পরবর্তীতে সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
সভায় উপস্থিত থাকবেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন পুলিশ ইউনিট, র্যাব, সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করা হবে।