চন্ডিপাঠ ও দেবী বন্দনার মধ্য দিয়ে মহালয়ার শুভ সূচনা

নারায়ণগঞ্জে চন্ডিপাঠ ও দেবী বন্দনার মাধ্যমে মহালয়ার শুভ সূচনা হয়েছে। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ, পারিবারিক ও সাংস্কৃতিক গুরুত্ববাহী দিন, যা শারদীয় দুর্গাৎসবের আগমনের বার্তা বহন করে। মহালয়ার দিন থেকেই শুরু হয় দুর্গাপূজার ক্ষনগণনা এবং মা দুর্গার আহ্বানের মাধ্যমে নতুন আনন্দের সূচনা ঘটে।
ভক্তরা ডাক ও শঙ্খ বাজিয়ে, চন্ডিপাঠ ও যুদ্ধবৃত্তান্তের স্তোত্রপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানান। অশুর বিনাশ ও শুভশক্তির আগমনের বার্তা হিসেবে এই দিনটি পালন করা হয়।
রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর থেকে নগরীর আমলাপাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে মহালয়ার আয়োজন করা হয়। এদিন মা দুর্গাকে বিভিন্ন নিত্য ও অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়, যা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আকর্ষণ সৃষ্টি করে। দেবীপক্ষে সন্ধিক্ষণে বিশ্বাস করা হয়, দেবী দুর্গা মর্ত্যে অবতরণ করেছেন। তাই বাঙালি হিন্দু ধর্মাবলম্বীরা ঐতিহ্যগতভাবে ভোরে মহাত্যাম শাস্ত্র ও স্তোত্রপাঠের মাধ্যমে দেবীকে আহ্বান জানান।
আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহা জানান, “অশুর বিনাশের মাধ্যমে শুভশক্তির আগমন ঘটবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির উন্নয়ন হবে।” তিনি আরও জানান, সব মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে নিয়মিত মিটিং অনুষ্ঠিত হয়েছে।
এ বছর নারায়ণগঞ্জে গত বছরের তুলনায় তিনটি নতুন পূজামণ্ডপ যুক্ত হয়েছে। জেলা জুড়ে মোট পূজামণ্ডপের সংখ্যা দাঁড়িয়েছে ২২৪। হিন্দু ধর্মাবলম্বীরা দেবী আহ্বানের জন্য শত শত নারী ও পুরুষ ভিড় জমিয়েছেন এবং চন্ডিপাঠ ও জাগো দুর্গা দশপ্রহরী, বিভিন্ন মন্ত্রপাঠের মাধ্যমে মহালয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।