২৫ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৫, ১৬ মার্চ ২০২৫

জমজমাট ঈদের কেনাকাটা, দাম বাড়ার অভিযোগ ক্রেতাদের

জমজমাট ঈদের কেনাকাটা, দাম বাড়ার অভিযোগ ক্রেতাদের

ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন মার্কেটে নতুন পোশাকের সমাহার দেখা গেছে, যা কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। রবিবার (১৬ মার্চ) শহরের সমবায় মার্কেট, লুৎফা টাওয়ার, শহীদ জিয়া হল, মার্ক টাওয়ার, হক প্লাজা, সায়াম প্লাজা, সান্তনা মার্কেট, বেলি টাওয়ার, কালির বাজার ফ্রেন্ডস মার্কেট, আলমাছ পয়েন্টসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, পরিবার-পরিজন নিয়ে মানুষ ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মার্কেটগুলোতে আলোকসজ্জা করা হয়েছে, যা উৎসবের আবহ বাড়িয়ে তুলেছে। তবে ক্রেতারা পোশাকের দাম বেশি হওয়ার অভিযোগ তুলেছেন।

ফতুল্লা থেকে শিশুর জন্য পাঞ্জাবি কিনতে আসা গার্মেন্টস শ্রমিক শহিদুল ইসলাম বলেন, "দেড় বছরের একটা শিশুর পাঞ্জাবির দাম দেড় থেকে দুই হাজার টাকা! তাহলে বড়দের পোশাকের দাম কত হতে পারে? গত বছরের তুলনায় এবার অনেক বেশি দাম রাখা হচ্ছে।"

একই ধরনের অভিযোগ তুলেছেন আরও অনেক ক্রেতা। আফরোজা আক্তার বলেন, "ছেলে-মেয়ের জন্য জামা-কাপড় কিনেছি। ঈদের সময় ভিড় হবে, দাম আরও বাড়বে, তাই আগে থেকেই মার্কেট করেছি।"

বেচাকেনার বিষয়ে দোকানি মো. নাঈম বলেন, "আগের তুলনায় ক্রেতা বাড়ছে, তবে বেতন-বোনাস এখনো সবাই পায়নি বলে বিক্রি কিছুটা কম। আশা করছি, কয়েকদিন পর থেকে কেনাকাটা আরও বাড়বে।"

আরেক বিক্রেতা মো. শুভ বলেন, "ছুটির দিনে বেশি ভিড় হয়, সামনে আরও ভালো সেল হবে বলে আশা করছি।"

সকাল থেকেই ক্রেতারা মার্কেটগুলোতে ভিড় করতে শুরু করেন। দোকানিরা বলছেন, এখন থেকে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিনই ক্রেতাদের আনাগোনা বাড়বে। তবে ইফতার ও তারাবির সময় ভিড় কিছুটা কম থাকে।

ঈদের আনন্দকে ঘিরে নারায়ণগঞ্জের বাজারগুলো ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। যদিও ক্রেতারা পোশাকের বাড়তি দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন, তবুও কেনাকাটার ধুম বাড়তে থাকায় বিক্রেতারা আশাবাদী।

সর্বশেষ

জনপ্রিয়