২২ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৪, ১০ জানুয়ারি ২০২৫

ইজতেমা ময়দানের হত্যার বিচারে সরকার ব্যর্থ: মাওলানা আউয়াল

ইজতেমা ময়দানের হত্যার বিচারে সরকার ব্যর্থ: মাওলানা আউয়াল

টঙ্গী বিশ্ব ইজতেমায় সন্ত্রাসী হামলায় ৪ জন ধর্মপ্রাণ মুসলমান হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার এখনও হয়নি, যা সরকার ও প্রশাসনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদের খতিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আবদুল আউয়াল।

শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা নারায়ণগঞ্জ শহরের ডিআইটি মসজিদ প্রাঙ্গণে নারায়ণগঞ্জ উলামা মাশায়েখ ও তাবলীগের সাথীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে মাওলানা আবদুল আউয়াল বলেন, "আমাদের উপদেষ্টারা এখনও বুঝতে পারেননি, তবে আমরা জানি কিভাবে আমাদের দাবী আদায় করতে হয়। ইনশাআল্লাহ, আমরা আগামী ইজতেমায় নারায়ণগঞ্জ থেকে লক্ষ লক্ষ মানুষ নিয়ে যাবো। সাদপন্থীদের দ্বিতীয় পর্বে ইজতেমা করতে দেওয়া হবে না।"

তিনি আরও বলেন, "সাদপন্থীরা বাতিল, তারা ইসলামের বহিরাগত সন্ত্রাসী সম্প্রদায়ের সাথে কাজ করছে। তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে। সাদপন্থীরা মুসলমানদের কোন মসজিদে জায়গা পাবেনা। আমরা নূর মসজিদে তাদের প্রোগ্রাম হতে দেব না। যদি তারা হাজীগঞ্জে মার্কাজ তৈরি করতে চায়, আমরা সেখানে প্রতিবাদ জানিয়ে তাদের প্রতিহত করবো।"

মাওলানা আবদুল আউয়াল জানান, আগামী ২৫ জানুয়ারি ইজতেমা নিয়ে বড় ঘোষণা আসবে এবং প্রয়োজনে সারা ঢাকাকে অচল করে দেওয়া হবে যতক্ষণ না সাদপন্থীদের বিরুদ্ধে এই হত্যাকান্ডের বিচার হয়। তিনি বলেন, "১৭ জানুয়ারি, শুক্রবার বাদ জুম্মা, তৌহিদী জনতাকে নিয়ে হাজীগঞ্জে সাদপন্থীদের মার্কাজ বা মসজিদ নির্মাণের চেষ্টা প্রতিহত করবো। নারায়ণগঞ্জে তাদের কোন কার্যক্রম করতে দেওয়া হবে না।"

এতে আরও উপস্থিত ছিলেন আল্লামা আবদুল কাদির, মুফতী মাহমুদুল হাসান, মাওলানা জাকির হোসেন কাসেমী, মুফতী মাহবুবুর রহমান, মুফতী মাসুম বিল্লাহ, মুফতী সাব্বির আহমেদ, এবং অসংখ্য উলামায়ে কেরাম।

সর্বশেষ

জনপ্রিয়