১৫ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:২৬, ১৫ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে ছিনতাইকারী ধরে অটোরিকশায় আগুন

সোনারগাঁয়ে ছিনতাইকারী ধরে অটোরিকশায় আগুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইকারীদের একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

গত বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী বাসস্ট্যান্ডের এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- সোনারগাঁ উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে রবিন ও চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে ফারুক।

স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা একটি অটোরিকশায় করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে ছিনতাই করছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। পরে ছিনতাইকারীদের ব্যবহৃত অটোরিকশায় আগুন ধরিয়ে দেন তারা।

পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ বলেন, পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়