২৫ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২০, ২৪ ডিসেম্বর ২০২৫

হাসপাতালের জমিতে মার্কেট স্বেচ্ছাসেবক দলের দুই নেতার

হাসপাতালের জমিতে মার্কেট স্বেচ্ছাসেবক দলের দুই নেতার

সোনারগাঁয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক অমিত হাসানের বিরুদ্ধে সরকারি হাসপাতালের জমি দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। মোগরাপাড়া চৌরাস্তা-বারদী ব্যস্ততম সড়কের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ মার্কেট নির্মাণ করা হচ্ছে। এর আগে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদও পাশের জায়গা দখল করে ভাতের হোটেল ও ওষুধের দোকান দিয়েছেন।

স্থানীয় প্রশাসন দখলদারদের সতর্ক করলেও নির্মাণকাজ বন্ধ হয়নি। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভপ্রকাশ করেছেন। মার্কেট নির্মাণের কারণে ওই এলাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সড়কে চলাচলকারীদের।

মোগরাপাড়া চৌরাস্তা-বারদী সড়কে তিন রাস্তার মোড়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জমি দখল করে সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগা আহ্বায়ক অমিত হাসান এক সপ্তাহ ধরে অবৈধভাবে আধা পাকা মার্কেট নির্মাণ করছেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় প্রশাসন তাঁকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেয়। এরপরও রহস্যজনকভাবে নির্মাণকাজ অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, সড়কটির ত্রিমুখী পয়েন্টে এসে এমনিতেই প্রতিদিন যানজটের সৃষ্টি হয়। এর ওপর সেখানে অবৈধভাবে মার্কেট নির্মাণ করা হলে যানজট আরও তীব্র হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ওই এলাকায় গেলে স্থানীয়রা জানান, মার্কেট নির্মাণকাজ শুরু হলে প্রথম দিকে সহকারী কমিশনার (ভূমি) গিয়ে বাধা দেন। এরপর কাজ বন্ধ হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানান, সড়কের যে অংশে মার্কেট নির্মাণ করা হচ্ছে, সেটি হাসপাতালের জায়গা। এখানে স্থাপনা নির্মাণ করলে যানজটের সৃষ্টি হয়ে রোগীরা ভোগান্তিতে পড়বেন। 

সোনারগাঁ পৌর বিএনপির সমর্থক মাজেদুল ইসলাম জানান, হাসপাতালের জায়গায় মাস দেড়েক আগে প্রথমে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ আধা পাকা তিনটি দোকানঘর নির্মাণ করে মোটা অঙ্কের অগ্রিম নিয়ে ভাড়া দিয়েছেন। এখন তিনি প্রতি মাসে ভাড়া তুলছেন। এটি দেখার পর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অমিত হাসানও সপ্তাহখানেক আগে আধা পাকা মার্কেট নির্মাণ শুরু করেন। তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের দপ্তরের মাত্র ২০০ গজ দূরত্বে এ দখলদারিত্ব চলছে। হয়তো ম্যানেজ হওয়ার কারণেই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

অভিযোগের বিষয়ে সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অমিত হাসান বলেন, 'জায়গাটি পড়ে থাকার কারণে বিএনপির নেতাকর্মীদের বসার জন্য একটি কার্যালয় করা হচ্ছে। আমি কোনো ব্যক্তিগত মার্কেট তৈরি করছি না।' সোনারগাঁ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ বলেন, 'আমি সরকারি জমি দখল করিনি। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।'

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এ বিষয়ে সহকারী কমিশনারের (ভূমি) সঙ্গে কথা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য প্রশাসন আমাদের আবেদন করতে বলেছে।'

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সালাউদ্দিন সালু বলেন, 'স্বেচ্ছাসেবক দলের দুই নেতার সরকারি জায়গা দখলের বিষয়টি আমার জানা নেই। অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জমি সরকারি হাসপাতালের। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়