২২ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ২১ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২১:৪৬, ২১ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ‘মিথ্যা মামলা’র প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী ও কেন্দ্রীয় মসজিদের পঞ্চায়েত কমিটি।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে পঞ্চায়েত কমিটির সদস্য জয়নাল আবেদিন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. শাহজাহান, মঞ্জিল হোসেন, মনির হোসেনসহ গ্রামবাসী।

বক্তব্যে বলা হয়, গত বছর সমাজের এক বাসিন্দা শান্তর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে জাকির হোসেন ও তার পরিবার। যা অর্থ আত্মসাতের উদ্দেশ্যে করা হয়েছিল। এছাড়া জাকির হোসেন দীর্ঘদিন ধরে সমাজের ২০টি পরিবারকে বসতভিটা ছাড়ার জন্য চাপ প্রয়োগসহ নানাভাবে মিথ্যা মামলা দিয়ে আসছেন। সম্প্রতি তিনি স্থানীয় এক সংবাদকর্মীকে কেন্দ্রীয় মসজিদে হেনস্থা করেন এবং ঘটনার ভিন্ন উপস্থাপনার মাধ্যমে নতুন মিথ্যা মামলা দায়ের করেন।

পঞ্চায়েত কমিটি সরকারের কাছে এই মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে।

পঞ্চায়েত কমিটি সংবাদ সম্মেলনে যাদের নামে অভিযোগ করেন তারা হলেন জাকির হোসেন (৫২), তার কন্যা তাজমহল (৩০), স্ত্রী পারভীন (৪৫), বড় ভাই নুরুল আলম (৫৫)। তবে অভিযুক্তরা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন বলেও জানান তারা।

সর্বশেষ

জনপ্রিয়