সিদ্ধিরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর-দোকানে অগ্নিসংযোগ
সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া ক্লাব মসজিদ সংলগ্ন এলাকায় এক ব্যবসায়ীর দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দোকানের মালিক জালাল উদ্দিন (৬৫) সিদ্ধিরগঞ্জ থানায় তার ছেলে রুবেল (৪১), নাতি মাহিম (২০) এবং ছেলের স্ত্রী মুক্তার (৩৬) বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জালাল উদ্দিন উল্লেখ করেন, তার ছেলে রুবেল এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। পূর্বে ধার হিসেবে রুবেল তার কাছ থেকে ১০ লাখ টাকা নেয়। ওই টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাকে মারধর করে এবং তার ছোট ছেলের মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
ভুক্তভোগীর অভিযোগে আরও বলা হয়, গত ১৫ ডিসেম্বর রুবেল পুনরায় তার কাছে টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা দোকান পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে গভীর রাতে অভিযুক্তরা জালাল উদ্দিনের দোকানে অগ্নিসংযোগ করে। এতে দোকানে থাকা প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী জালাল উদ্দিন প্রশাসনের জোরালো হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”





































