২৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫২, ২৬ নভেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ট্রান্সফর্মার স্থাপনের সময় শ্রমিমের মৃত্যু, আহত ২

সিদ্ধিরগঞ্জে ট্রান্সফর্মার স্থাপনের সময় শ্রমিমের মৃত্যু, আহত ২

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ট্রান্সফর্মারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার দুই সহকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট গার্মেন্টস সংলগ্ন সড়কে বিদ্যুৎ লাইনের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন রাজ্জাক এবং করিম। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদার আব্দুল রহমানের অধীনে ১২-১৩ জন শ্রমিক ট্রান্সফর্মার স্থাপনের কাজ করছিলেন। এ সময় লাইন বন্ধ থাকলেও আকস্মিকভাবে বিদ্যুৎ সংযোগ চালু হয়ে যায়। এতে নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং অন্য দুই শ্রমিক গুরুতর আহত হন।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে খানপুর হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের স্থানীয়রা এর আগেই হাসপাতালে নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল নামে একজনের মৃত্যু হয়েছে। আহত দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় খানপুর হাসপাতালে পাঠানো হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়