০৩ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:০৩, ২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:০৪, ২ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে মাছের পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

রূপগঞ্জে মাছের পুকুর থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাছ চাষের পুকুর থেকে প্রায় ৭৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা রহিমারটেক গোপ্টা এলাকার ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধকে বটেরচারা এলাকায় ঘুরে বেড়াতে দেখা যেত। তবে তার নাম পরিচয় কারো জানা ছিল না। সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে লাশের কোনো পরিচয় মেলেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়