বন্দরে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নারায়ণগঞ্জের বন্দরে ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে বন্দর উপজেলা কৃষি অধিদপ্তর প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার ৬০০ জন কৃষককে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ প্রদান করা হয়।
বন্দর উপজেলা কৃষি অফিসার নুর-এ- কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, হুমায়রা মহসিনসহ উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় প্রতিটি কৃষককে ১ কেজি বারি সরিষা-৯ বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।





































