বন্দরে শিশু অপহরণের অভিযোগে নারী আটক

নারায়ণগঞ্জের বন্দরে ৯ মাস বয়সী শিশু আবু বক্কর অপহরণের ঘটনায় স্থানীয় জনতা অপহরণকারী নারী সেতেরা বেগমকে (৪২) আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। এসময় শিশুটিকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
শিশু আবু বক্কর পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার রিয়াদ মিয়ার ছেলে। আটককৃত সেতেরা বেগম বন্দর থানার কলাবাগ খালপাড় এলাকার আব্দুর রহমান মিয়ার মেয়ে এবং একই এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী।
ঘটনার পর শিশুর নানী রাজেদা বেগম বাদী হয়ে রোববার (১৭ আগস্ট) সকালে সেতেরা বেগমকে আসামি করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ওইদিনই আসামিকে আদালতে প্রেরণ করে।
এর আগে শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় পুরান বন্দরের চৌধুরীবাড়ী এলাকায় জনতা শিশুটিকে অপহরণকারীর কবল থেকে উদ্ধার করে।
মামলার তথ্যসূত্রে জানা যায়, ওইদিন বিকেলে শিশুর মা মুক্তা বেগম ঘরের কাজ করছিলেন। এসময় অভিযুক্ত সেতেরা বেগম কৌশলে ঘরে ঢুকে শিশুটিকে অপহরণ করার চেষ্টা চালায়। শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় মুক্তার নজরে আসলে তিনি বাঁধা দেন। এসময় সেতেরা মুক্তাকে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা চালায়। মুক্তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে এবং নারী অপহরণকারীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেতেরা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।