সিদ্ধিরগঞ্জে গৃহবধূ লাকি হত্যা মামলার প্রধান আসামি নীরব গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবিনা আক্তার লাকি হত্যাকাণ্ডের প্রধান আসামি নীরব ওরফে নাজিমকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার (১৬ আগস্ট) রাতে ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, হত্যার পর থেকেই আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি চালানো হয়। অবশেষে অভিযান চালিয়ে নীরবকে গ্রেপ্তার করা হয়। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল সড়ক ও জনপথ (সওজ) স্টাফ কোয়ার্টারের একটি টিনশেড বাসা থেকে গৃহবধূ সাবিনা আক্তার লাকির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাবিনা ঢাকার ওয়ারীর গোপীবাগ এলাকার মৃত শামসুল হকের মেয়ে এবং মো. রুবেলের স্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও তিন মেয়ে সন্তান রয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ৮ আগস্ট সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি সাবিনা। পরে ১৩ আগস্ট সকালে থানা থেকে খবর পেয়ে তার স্বামী রুবেল ঘটনাস্থলে গিয়ে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখতে পান।
অভিযোগ রয়েছে, নীরব ওরফে নাজিম দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছিল এবং কৌশলে সাবিনাকে ডেকে নিয়ে ১২ আগস্ট রাত থেকে ১৩ আগস্ট ভোরের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্বামী রুবেল বাদী হয়ে নীরবসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।