বন্দরে রনী হত্যা মামলায় রেদোয়ান গ্রেপ্তার

বন্দরে রনী হত্যা মামলার পলাতক আসামী রেদোয়ান ইসলাম রাসেলকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রেদোয়ান কলাগাছিয়া ইউনিয়নের সেনপাড়া এলাকার মাসুদ ওরফে ডেনি মাসুদ মিয়ার ছেলে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে ধৃতকে ১০ দিনের পুলিশ রিমান্ডের জন্য আদালতে পাঠানো হলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শুক্রবার (১৫ আগস্ট) রাতের সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে রেদোয়ানকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য সূত্রে জানা যায়, ৬ এপ্রিল সন্ধ্যা ৬টায় কলাগাছিয়া ইউনিয়নের সেনপাড়া এলাকায় রণিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এলাকাবাসী জানান, নিহত রনী পেশাদার মাদক ব্যবসায়ী ও স্থানীয় সন্ত্রাসী ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে।