ঘুষ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিককে পিবিআইয়ের তলব

ঘুষ সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে বাংলা ট্রিবিউনের রূপগঞ্জ প্রতিনিধি লিখন রাজকে তলব করেছে নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
৪ আগস্ট পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদের স্বাক্ষরে জারি করা এক অফিসিয়াল চিঠিতে লিখন রাজকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। চিঠিতে বলা হয়, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে’ সাংবাদিক লিখন রাজকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
নোটিশ অনুযায়ী, প্রাপ্তির দুই কর্মদিবসের মধ্যে সকাল ১১টায় পিবিআই নারায়ণগঞ্জ কার্যালয়ে তাকে উপস্থিত হতে বলা হয়েছে। জিজ্ঞাসাবাদের দায়িত্বে রয়েছেন পিবিআই পরিদর্শক মিন্টু কুমার।
এ বিষয়ে জানতে চাইলে পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, ‘পুলিশের বিরুদ্ধে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হচ্ছে যে, সাংবাদিক কীভাবে তথ্য সংগ্রহ করেছেন, সূত্র কী ছিল, এবং তথ্যের উৎস কতটা নির্ভরযোগ্য- এই প্রশ্নগুলোর উত্তর জানতেই এই তলব। এটি কোনও ব্যক্তিগত উদ্দেশ্যে নয়, বরং তথ্য যাচাইয়ের অংশ।’
উল্লেখ্য, ৩ আগস্ট বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, নারায়ণগঞ্জ পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান একটি মামলার বাদীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এর আগের দিন, ২ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে ৩ আগস্ট পিবিআই সদর দফতর থেকে এসআই হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে এই সিদ্ধান্ত গণমাধ্যমকে জানানো হয় ৪ আগস্ট।
এ বিষয়ে লিখন রাজ বলেন, “আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে জনস্বার্থে এবং তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করেছি। ঘুষ দাবির অভিযোগের বিষয়টি প্রকাশ করার পর পিবিআই আমাকে তাদের কার্যালয়ে ডেকেছে। আমি আমার অফিসকে বিষয়টি জানিয়ে দিয়েছি। সাংবাদিক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি এবং বিশ্বাস করি, কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হন- সেটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”