০৯ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ২২:০২, ১৮ নভেম্বর ২০১৯

আপডেট: ২২:০৩, ১৮ নভেম্বর ২০১৯

দেশীয় অস্ত্রসহ ফতুল্লায় কিশোর আটক

দেশীয় অস্ত্রসহ ফতুল্লায় কিশোর আটক

প্রেস নারায়ণগঞ্জ: ফতুল্লায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ইসমাইল হোসেন (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় দেওভোগ মাদরাসা আদর্শ নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ইসমাইল হোসেন আদর্শ নগর এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

আদর্শ নগর এলাকার বাসিন্দা ও স্থানীয় সামাজিক সংগঠন ‘সেবা’র সহ-সাধারণ সম্পাদক মো. শাকিল হোসেন জানান, একটি ছেলে দেশীয় অস্ত্রসহ এই এলাকার রাস্তা দিয়ে যাচ্ছে এই খবর পেয়ে এলাকাবাসী ও সংগঠনটির কয়েকজন ছেলেটিকে আটক করে। এই সময় তার সাথে থাকা একটি বস্তায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র চাপাতি, রামদা, রড, হকিস্টিকসহ বিভিন্ন ধরণের অস্ত্র পাওয়া যায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্য ইসমাইল হোসেনকে আটক করে।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়