খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বন্দরে দোয়া
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বন্দরে ২০নং ওয়ার্ড বেপারীপাড়া বিএনপির উদ্যাগে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারী) বাদ জুম্মা বেপারীপারা এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া মাহফিলে অংশ নেন মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, বন্দর ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা মেজবাহ উদ্দিন ম্বপন, বিএনপি নেতা জব্বর পাঠান, ইয়া হান্নান, এখলাছ মিয়া, মতিউর রহমান বাবু প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন বেপারীপাড়া জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মুফতী কাজিম উদ্দিন। দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়।





































