১১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১৭, ৯ জানুয়ারি ২০২৬

কলাগাছিয়ায় মাসুদুজ্জামানের পক্ষে শীতবস্ত্র বিতরণ

কলাগাছিয়ায় মাসুদুজ্জামানের পক্ষে শীতবস্ত্র বিতরণ

বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের পক্ষে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) আলীনগর প্রাইমারি স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

মাসুদুজ্জামানের পক্ষে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন বন্দর উপজেলা কৃষক দলের সভাপতি মো. ফারুক হোসেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মো. ফারুক হোসেন বলেন, “শীত মৌসুমে নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে মাসুদুজ্জামানের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাসুদুজ্জামানের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ

জনপ্রিয়