২৪ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪২, ২৩ ডিসেম্বর ২০২৫

বন্দরে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বন্দরে ডেভিল হান্ট অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক রুবেলকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার রুহুল আমিনের ছেলে।

গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার ১১(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার (২২ ডিসেম্বর) রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বন্দর খেয়াঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনরত ছাত্রদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের সাথে যোগসাজশে সন্ত্রাসী হামলা চালানোর ঘটনায় রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়