বন্দরে দিনে-দুপুরে ফ্ল্যাটে চুরি, আটক ১
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিনব কৌশলে এক আবাসিক ফ্ল্যাটে চুরির সময় স্থানীয় জনতা পলাশ (২৬) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ জানিয়েছে, আটক পলাশ শহরের পুরান জিমখানার র্যালীবাগান এলাকার ইলিয়াস সিকদারের ছেলে। পুলিশ তার দেহ তল্লাশি চালিয়ে চুরিকৃত একটি হাতঘড়ি উদ্ধার করতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটের ভাড়াটিয়া আকাশ বাদী হয়ে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আটক পলাশসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন।
গত রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে বন্দর থানার র্যালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার বিবরণে জানা গেছে, রোববার দুপুর আড়াইটার দিকে বাদীর মা মনিকা বেগম ফ্ল্যাট তালাবদ্ধ করে প্রয়োজনীয় কাজে বাইরে যান। পরে দুপুর ৩টার দিকে ফিরে এসে দেখেন, বাড়ির দরজার তালা ভাঙা এবং রুমের জিনিসপত্র অগোছালো অবস্থায় রয়েছে। ঘরের আলমারিতে রাখা নগদ ৩,০০,০০০ টাকা, মোট ৯ ভরি স্বর্ণালংকার, একটি হাতঘড়ি (মূল্য আনুমানিক ১৫,০০০ টাকা) এবং একটি বাটন মোবাইল ফোন চুরি হয়ে গেছে।
এরপর বাড়ির লোকজন আশপাশে খোঁজাখুঁজি করে। বিকেল সোয়া ৩টার দিকে বাদীর প্রতিবেশী মাহিনের বাড়িতে চুরি করার সময় পলাশকে স্থানীয় জনতা আটক করে এবং পুলিশে হস্তান্তর করে। পুলিশ ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে চুরি হওয়া হাতঘড়ি উদ্ধার করা হয়। আটক পলাশ চুরির বিষয়টি স্বীকার করে।
চুরি করা নগদ টাকা ও স্বর্ণালংকারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে পলাশ জানায়, তার সহযোগী জনি তাতে যুক্ত ছিল এবং সে পালিয়ে গেছে।





































