বন্দরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ৩ যুবক আটক, মুচলেকায় মুক্ত

পূজা মণ্ডপের সামনে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দরে ৩ যুবককে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে আটক করে পুলিশ। তবে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
আটককৃতরা হলো- বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার পিয়ার হোসেন মিয়ার ছেলে রমজান (১৯), আনোয়ার হোসেন মিয়ার ছেলে তৌহিদ (১৮) এবং মামুন শেখের ছেলে সাদনান ওরফে সাকিব (১৭)।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুরস্থ শ্রী শ্রী ব্রহ্মমন্দির পূজা ম-পে তারা কটূক্তি করে। এতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। খবর পেয়ে পূজা উদযাপন কমিটি পুলিশকে জানালে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং গভীর রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
পরে মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জু ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল দাস থানায় উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে মুচলেকা নিয়ে যুবকদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন।
এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) খাইরুল বাশার গণমাধ্যমকে জানান, “ঘটনার বিষয়ে ডিসি স্যার ও পুলিশ সুপার স্যারের সঙ্গে কথা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে আটককৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”