১৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৭, ১৫ জুলাই ২০২৫

বন্দরের ওসিকে গণঅধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

বন্দরের ওসিকে গণঅধিকার পরিষদের ফুলেল শুভেচ্ছা

নারায়ণগঞ্জের বন্দর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১২টায় বন্দর থানা কম্পাউন্ডে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

শুভেচ্ছা বিনিময়কালে ওসি লিয়াকত আলী বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের পক্ষে সম্ভব নয়। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

এ সময় উপস্থিত ছিলেন—গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সহ-সভাপতি মেহেবুবা আক্তার, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, প্রচার সম্পাদক ফজলে রাব্বি এবং বন্দর উপজেলা শাখার সাবেক সদস্য সচিব জামান হোসেন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়