আড়াইহাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে তিনজনকে জরিমানা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৬৬ ধারায় জয় (২১) কে ২ হাজার টাকা, শামিম (২৩) কে ২০০ টাকা এবং হৃদয় (২৫) কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।





































