আড়াইহাজারে অবৈধ ইটভাটাকে জরিমানা
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বায়ুদূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার ছোট ফাউসা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাশেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ছোট ফাউসা বাজারে অবস্থিত ‘মেসার্স এ এম ব্রিকস’ নামের ইটভাটাটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় অবৈধ ইটভাটা, বায়ুদূষণকারী শিল্পকারখানা ও পরিবেশবিধি লঙ্ঘনকারী প্রকল্পগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।





































