আড়াইহাজারে “গণপিটুনিতে” ডাকাতিসহ ৭ মামলার আসামি নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় “গণপিটুনিতে” ডাকাতি ও গণধর্ষণসহ অন্তত সাতটি মামলার আসামি মো. আয়নাল হোসেন (৪২) নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত আটটার দিতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী কবরস্থানের পাশের সড়কের উপর এ ঘটনা ঘটে বলে জানান জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ('গ' সার্কেল) মেহেদী ইসলাম।
নিহত আয়নাল একই গ্রামের মহিজ উদ্দিনের ছেলে।
ঘটনাস্থল থেকে আয়নালের বাড়ি মাত্র ১০০ গজ দূরে অবস্থিত বলে জানিয়েছে পুলিশ।
তার বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে এবং একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন বলেও জানান পুলিশ কর্মকর্তা মেহেদী ইসলাম।
মুঠোফোনে তিনি বলেন, “আয়নাল আড়াইহাজারে চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে কয়েকদিন আগে গ্রামবাসী মানববন্ধনও করেছিল। আয়নালের বিরুদ্ধে সোমবার রাতে একটি অটোরিকশা ডাকাতির অভিযোগ ওঠে। পরে আগে থেকেই তার উপর ক্ষুব্দ থাকা গ্রামবাসী জড়ো হয়ে গণপিটুনি দেয়।”
ঘটনাস্থলেই আয়নালের মৃত্যু হয়েছে বলে জানিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি হেফাজতে নেয় পুলিশ। আয়নালের সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল, মুখমণ্ডল ও মাথা থেতলে দেওয়া হয়েছে।”
আয়নালের বিরুদ্ধে পুলিশের রেকর্ড অনুযায়ী ডাকাতি ও গণধর্ষণসহ অন্তত সাতটি মামলা পাওয়া গেছে বলে জানান ওসি।
“নিহতের পরিবারের সঙ্গে পুলিশ যোগাযোগ করেছে। কিন্তু তারা মামলা করতে রাজি নন। তবে, পুলিশ এ ঘটনায় আইনগতভাবে কাজ করছে।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।