০৯ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩৬, ৮ সেপ্টেম্বর ২০২৫

আড়াইহাজারে নিখোঁজ যুবকের লাশ মিললো ডোবায়

আড়াইহাজারে নিখোঁজ যুবকের লাশ মিললো ডোবায়

আড়াইহাজারে একটি ডোবা থেকে নিখোঁজের একদিন পর রবিউল ইসলাম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

নিহত রবিউল ইসলাম পাঁচরুখীর বাঘাইভিটা এলাকার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে।

এর আগে, গত রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রবিউল। নানা জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। পরবর্তীতে সোমবার বিকেলে উপজেলার পাঁচরুখী  জনৈক ফায়েজ উদ্দিনের বাড়ির পিছনে ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে আশেপাশের লোকজন গিয়ে ভাসমান অবস্থায় রবিউলের লাশ দেখতে পায়।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে এবং স্বজনরা লাশ দেখে নিশ্চিত হয় এটি রবিউলের লাশ। 

এটি পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনরা এ ঘটনার বিচারের দাবি জানায়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ একটি লাশ উদ্ধার করে। যা রবিউলের লাশ হিসেবে শনাক্ত হয়েছে। এ ঘটনায় আমাদের আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়