২৩ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনে সিপিবি প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক

নারায়ণগঞ্জ-৪ আসনে সিপিবি প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সিপিবি প্রার্থী ইকবাল হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ফতুল্লার তল্লা এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিপিবির প্রার্থী ইকবাল হোসেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ-৪ আসন দীর্ঘদিন ধরে অবহেলিত একটি অঞ্চল। এ এলাকার মানুষের সংকটের কোনো শেষ নেই। জলাবদ্ধতা এখানকার প্রধান সমস্যা হলেও বিগত সময়ের সংসদ সদস্যরা এ সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেননি।

তিনি আরও বলেন, “সৃষ্টিকর্তার নির্দেশে এবং আপনাদের দোয়ায় যদি আমি এমপি নির্বাচিত হই, তাহলে এ এলাকায় জলাবদ্ধতা থাকবে না। মাদক ও সন্ত্রাসের কোনো জায়গা থাকবে না। আপনারা যদি আমাকে সমর্থন করেন, শুধু নারায়ণগঞ্জ-৪ নয়—আমি পুরো পৃথিবী জয় করার শক্তি পাই।”

ইকবাল হোসেন বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও লুটপাটসহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে তিনি অবস্থান নেবেন এবং শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে কথা বলবেন। তিনি বলেন, দেশের রাজনীতি আজ লুটপাটের রাজনীতিতে পরিণত হয়েছে, যা তাঁর ও তাঁর দলের রাজনীতির সম্পূর্ণ বিপরীত। “আমরা জনগণের রাজনীতি করি বলেই আমাদের ওপর বারবার হামলা হয় এবং কুৎসা রটানো হয়,” বলেন তিনি।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মো. সুমন।

গণসংযোগে উপস্থিত ছিলেন সিপিবি জেলা সভাপতি শীবনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক এম এ শাহীন, ফতুল্লা থানা সিপিবির সভাপতি রঞ্জিত দাসসহ দলটির নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়