২৩ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৭, ২৩ জানুয়ারি ২০২৬

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ও খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নারায়ণগঞ্জের জয়গোবিন্দ স্কুল প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কাজী রুবায়েদ হাসান সাঈম, মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক আরিফুল হক মহসিন, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক কাজী নাঈম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন কাজল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে রাতুল সাহা, সাবের হোসেন, আবিদ হোসেন, রিয়ান, রনি, হাসিব, নিজুম, আল-আমিন, ফাহাদ, মাসুদ, আরাফাত, মেহেরাব, নিশাত, মোশারফ, ইসরাক, লাবিব, পূর্ণ, সোয়াবেব, আলিফ, তানভির, তাওসিফ, তোয়াসিফ, রোজেল, জলক, আরাফাত ও সাইদুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদল নেতা ইব্রাহিম আহমেদ বাবু। সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা রাতুল সাহা।

দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়