৩০ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে পিআর’র বিকল্প নাই: মুফতি মাসুম বিল্লাহ

ফ্যাসিস্টমুক্ত দেশ গড়তে পিআর’র বিকল্প নাই: মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, বর্তমানে প্রচলিত First-Past-The-Post (FPTP) পদ্ধতিতে সবার ভোটের যথাযথ মূল্যায়ন হয় না। কিন্তু Proportional Representation (PR) বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিটি ভোটের হিসাব রাখা হয় এবং সে অনুযায়ী রাজনৈতিক দল সংসদে প্রতিনিধি পাঠায়। ফলে জনগণের ভোটের মর্যাদা রক্ষা হয় এবং এককভাবে সকল ক্ষমতা প্রয়োগ করতে না পারায় ফ্যাসিবাদের পথ রুদ্ধ হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পিআর পদ্ধতিতে জনগণের ভোট প্রকৃতভাবে মূল্যায়িত হয়। আমরা চাই আগামী নির্বাচনে একটি সুন্দর লেভেল প্লেইং ফিল্ড বজায় থাকুক। ক্ষমতার অপব্যবহার যেন কেউ করতে না পারে, সে বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহাম্মদ নুর হোসেন, বন্দর থানার সেক্রেটারি মুহাম্মদ রফিকুল ইসলাম, ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়