৩০ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বন্দরে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

বন্দরে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ দুইজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পৃথক ওয়ারেন্টে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ এমএন ঘোষাল রোড এলাকার আব্দুল রশিদ মিয়ার ছেলে যৌতুক মামলার আসামি আব্দুল্লাহ আল সাব্বির শাওন (৩২) এবং উইলসন রোড ৩ নম্বর গলির নুরুল হক বেপারীর ছেলে সিআর মামলার আসামি বাছের মিয়া (৩৮)।

যৌতুক মামলার বাদিনী জানান, তার স্বামী শাওন যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিল। নির্যাতন সহ্য করতে না পেরে তিনি আদালতে মামলা দায়ের করেন। এরপর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

সর্বশেষ

জনপ্রিয়