৩০ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২১:৪১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

পূজামণ্ডপে এনসিপির নেতারা, শহীদ রিয়ার নামে ‘হেল্পডেস্ক’

পূজামণ্ডপে এনসিপির নেতারা, শহীদ রিয়ার নামে ‘হেল্পডেস্ক’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শহরের কয়েকটি মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। তারা মণ্ডপগুলোতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময়ও করেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির নেতারা শহরের রামকৃষ্ণ মিশন, শত বছরের ঐতিহ্যবাহী আমলাপাড়া দুর্গাপূজা মন্ডপ, ঐতিহ্যবাহী শ্রী শ্রী বলদেব আখড়া ও শিব মন্দির এবং নিতাইগঞ্জ দুর্গাপূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা সাক্ষাৎ করেন।

তারা সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতার জন্যে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রিয়া গোপের নামে হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়। হেল্পডেস্কটি শহরের নিতাইগঞ্জ এলাকায় নগরভবনের সামনে স্থাপন করা হয়েছে।

এছাড়াও নারায়ণগঞ্জের সকল থানায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের নিয়ে মনিটরিং ও সহায়তা টিমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বলে জানান দলটির নেতারা।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, সাধুনাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য জাবেদ আলম, তানজীমুল ইসলাম, আব্দুর রহমান গাফফারী, ফয়সাল আহমেদ, তরিকুল ইসলাম, রাকিব, শাহাবুদ্দিন, সোহেল খান, ফারদিন ইসলাম, রাইসুল ইসলাম, সাগর মল্লিক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাজমুল ইসলাম, সজিব হোসেন, ওমর সানী প্রমুখ।

এ সময় বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, “এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না। প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণের লোক নাগরিক হিসেবে এই দেশে পূর্ণ মর্যাদা ভোগ করবে। আমরা সেই মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

“আমরা নারায়ণগঞ্জে শহীদ রিয়া গোপ নামে একটি হেল্পডেস্ক স্থাপন করেছি। পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার জন্য এই ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়া সাতটি থানায় আমাদের মনিটরিং টিম করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের পাশে আমরা সর্বাত্মক সহযোগীতা করতে প্রস্তুত।”

সর্বশেষ

জনপ্রিয়