২৯ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২৫

হত্যা মামলার আসামির পক্ষে সংবাদ সম্মেলন: বিএনপি নেতা জাকিরকে শোকজ

হত্যা মামলার আসামির পক্ষে সংবাদ সম্মেলন: বিএনপি নেতা জাকিরকে শোকজ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামির পক্ষে সংবাদ সম্মেলন করার অভিযোগে ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির সরদারকে শোকজ করেছে ইউনিয়ন বিএনপি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বক্তাবলী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাস্টারের স্বাক্ষরিত নোটিশে জাকির সরদারকে শোকজ করা হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, বক্তাবলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির সরদার দলীয় কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি, গ্রেপ্তারকৃত বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদের পক্ষে সংবাদ সম্মেলন করেন। এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী কাজ হিসেবে বিবেচিত হয়েছে। তাকে আগামী ৩ দিনের মধ্যে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকিরের বরাবর কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে একজন ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে দলীয় কার্যালয়ে হত্যা মামলার আসামির পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। তাই জাকির সরদারকে শোকজ করা হয়েছে।”

সর্বশেষ

জনপ্রিয়