১০ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৪২, ৪ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পের আওতায় আনার দাবি নাহিদের

নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পের আওতায় আনার দাবি নাহিদের

গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ এক বিবৃতিতে বলেছেন, নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম প্রাচীন, ঐতিহ্যবাহী ও শিল্পসমৃদ্ধ জেলা। এই জেলার রয়েছে সমৃদ্ধ ইতিহাস, বিপুল জনসংখ্যা ও অর্থনৈতিক গুরুত্ব। ঢাকার খুব কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও নারায়ণগঞ্জকে এমআরটি রেলপথ প্রকল্প থেকে বাদ দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক ও বৈষম্যমূলক সিদ্ধান্ত। 

 বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে এই কথা বলেন। 

তিনি বলেন, বর্তমানে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় এমআরটি-২ মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নাধীন। কিন্তু নারায়ণগঞ্জ জেলার মতো ঘনবসতিপূর্ণ, শ্রমজীবী ও শিল্পনির্ভর এলাকা কেন এমআরটি-২ প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি তা বোধগম্য নয়। এর ফলে চরম জনদুর্ভোগ ও সামাজিক বৈষম্য সৃষ্টি হচ্ছে।

ইঞ্জিনিয়ার নাহিদ আরও বলেন, নারায়ণগঞ্জে এমআরটি চালু হলে— প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াতের চাপ কমবে, কর্মজীবী ও শিক্ষার্থীরা দ্রুত ও নিরাপদে যাতায়াত করতে পারবে, সড়কে গাড়ির চাপ ও যানজট হ্রাস পাবে, শ্রমিক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি হবে।

তিনি অবিলম্বে নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়