১১ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০০, ১০ মে ২০২৫

শীতলক্ষ্যা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: তরিকুল সুজন

শীতলক্ষ্যা রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে: তরিকুল সুজন

গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “একজন মানুষ খাবার ছাড়া ২১ দিন বেঁচে থাকতে পারে, পানি ছাড়া তিন দিন, আর বাতাস ছাড়া মাত্র তিন মিনিট। এই বাস্তবতায় আমাদের পরিবেশও মানুষের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। নগরকে সবুজে ঘেরা এবং মানুষকে দায়িত্বশীল করে তুললেই জীবনযাপন আরও টেকসই হবে।”

শনিবার (১০ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে  “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা'র সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। 

তিনি আরও বলেন, “আমাদের উন্নয়ন প্রয়োজন, তবে প্রাণ-প্রকৃতি ধ্বংস করে নয়। বিগত সরকার সুন্দরবন ধ্বংস করে রামপালের মতো গণজীবন বিধ্বংসী কর্মসূচি হাতে নিয়েছিল। বর্তমানে বিভিন্ন সরকারি ভবন নির্মাণের সময় গাছ কেটে শহর গড়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনসহ সর্বস্তরের প্রতি আহ্বান, গাছ রক্ষা করতে হবে যে কোনো মূল্যে।”

শীতলক্ষ্যা নদীর অবনতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তরিকুল সুজন বলেন, “নারায়ণগঞ্জের লাইফলাইন ছিলো শীতলক্ষ্যা নদী। আজ সেই নদীর ভয়াবহ অবস্থা। আমি আশা করি, মাননীয় জেলা প্রশাসক শীতলক্ষ্যা নদী রক্ষা ও খাল-বিল সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেবেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব মো. ‍নূর কুতুবুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি মো. মুস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. নাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান ও সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম।

সর্বশেষ

জনপ্রিয়