০৪ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫২, ৩ মে ২০২৫

আপডেট: ১৭:৫৬, ৩ মে ২০২৫

চাঁদাবাজ ও দখলদার গোষ্ঠী রুখতে সজাগ থাকার আহ্বান মুফতি সাকীর 

চাঁদাবাজ ও দখলদার গোষ্ঠী রুখতে সজাগ থাকার আহ্বান মুফতি সাকীর 

নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলোয়ার হোসেন সাকী বলেছেন, “ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। উন্নয়নের নামে মানবসেবা উপেক্ষা করে কোনো প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”

শনিবার (৩ মে) সকাল ১০টায় কদমতলী কারীমিয়া মাদরাসা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক মুহা. মেহেদী হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি দেলোয়ার হোসেন সাকী।

তিনি বলেন, “বিগত স্বৈরাচার সরকার উন্নয়নের নামে জনগণের সম্পদ লুটপাট ও বিদেশে পাচারে ব্যস্ত ছিল। সৎ ও খোদাভীরু শাসক ছাড়া রাষ্ট্রীয় আমানত রক্ষা সম্ভব নয়। তাই যেকোন দায়িত্ব যথাসময়ে ও সঠিক পদ্ধতিতে পালনই একজন যোগ্য নেতৃত্বের পরিচায়ক।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে অনেক ‘প্লেয়ার’ ছিল যারা ‘খেলা হবে’ স্লোগানে মাঠ গরম করত, কিন্তু তাদের কাজ ছিল চাঁদাবাজি ও দখলদারি। এখনও যাতে এরকম কোন চাঁদাবাজ ও দখলদারি কোন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সে ব্যাপারে সজাগ থাকবে হবে।”

সভাপতির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দক্ষতা বাড়াতে হবে। দেশ গঠনের কাজে অদক্ষ ও দুর্নীতিবাজদের নয়, যোগ্যদের সুযোগ দিতে হবে।” তিনি পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, মাও. হাসান ইমাম, সেক্রেটারি সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক ইসমাইলসহ থানা শাখার নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়