ময়মনসিংহে ‘বীক্ষণ’ মঞ্চ ভাঙার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন

ময়মনসিংহ সাহিত্য সংসদের ঐতিহাসিক ‘বীক্ষণ’ মুক্ত মঞ্চ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার প্রতিবাদে এবং একই স্থানে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে দ্রুত মঞ্চ পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন।
রোববার (৪ মে) সকালে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং লেখক ও উদীচীর সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা কবি রহমান মুজিব, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সোনারগাঁ শাখার সম্পাদক, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক, লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সাংগঠনিক সম্পাদক লেখক মোফাখখার সাগর, কবি ও সাংবাদিক এরশাদ হুসাইন অন্য, শিক্ষক ও সংস্কৃতিকর্মী শামীমা নাসরিন শাম্মী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্কৃতিকর্মী আব্দুস সাত্তার, আব্দুল করিম, শিক্ষক ও সংস্কৃতিকর্মী লতা মাহমুদ, খাদিজা আক্তার, তানিয়া আক্তার, পল্লবী সরকার, শিক্ষার্থী আনন্দ দাস প্রমুখ।
বক্তারা বলেন, “৪৫ বছরের পুরোনো ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। এটি কেবল একটি স্থাপনা ধ্বংস নয়, বরং এটি মুক্তচিন্তা, সৃজনশীলতা এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার ওপর এক চরম আঘাত।”
তারা আরও বলেন, “১৯৯৩ সাল থেকে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বীক্ষণ’ আসরে ইতিহাসবিদ বদরুদ্দীন উমর, কবি শামসুর রাহমান, আল মাহমুদ, শহীদ কাদরী, গবেষক আব্দুল মান্নান সৈয়দ, কবি হেলাল হাফিজ, আবু করিম, নির্মলেন্দু গুণ, আল মুজাহিদী, আবু সালেহ, মাহবুব সাদিক, আসাদ চৌধুরী, হাবিবুল্লাহ সিরাজীসহ অসংখ্য কবি-সাহিত্যিকের সরব উপস্থিতি ও অংশগ্রহণ ছিল। এ মঞ্চ শুধু ময়মনসিংহ নয়, সমগ্র বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিচর্চায় একটি গুরুত্বপূর্ণ স্থান।”
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ‘বীক্ষণ’ মঞ্চের পুনর্নির্মাণের দাবি জানান।