০৩ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২৩:০২, ২ মে ২০২৫

আর কোনো ফ্যাসিবাদ দেশের মানুষ মেনে নেবে না: ভিপি নুর

আর কোনো ফ্যাসিবাদ দেশের মানুষ মেনে নেবে না: ভিপি নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরু বলেন, “যেসব রাজনৈতিক দল নিজেদের হর্তাকর্তা ভাবে এবং সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, তাদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত। দেশের ছাত্র জনতা আগামীতে আর কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেবে না।”

শুক্রবার (২ মে) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরীর কলাবাগান মাঠে অনুষ্ঠিত যুব অধিকার পরিষদের যুব সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, “যারা জনপ্রতিনিধি হতে চায়, তাদের ভোট কেন্দ্রে গিয়ে নিজেরাই সিল মেরে জয়ী হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। জনগণ যাকে সমর্থন করবে, তারাই জনপ্রতিনিধি হবে।”

ভারতের বিভিন্ন বিষয়ে সমালোচনা করে নুর বলেন, “বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়তে হলে দ্রুত একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”

এ সময় তিনি দেশের সব রাজনৈতিক দলকে জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে অংশ নিতে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নির্দেশ দেন।

সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “২০১৮ সালের কোটা আন্দোলন না হলে শেখ হাসিনার পতন হতো না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানও কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করেই হয়েছে। কিন্তু আজ যারা নতুনভাবে নেতৃত্বে এসেছে, তারা আমাদের সেই অর্জন অস্বীকার করছে। এতে করে তারাই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।”

সমাবেশ শুরুর কিছুক্ষণ পরেই নুরুল হক নুর যোগ দেওয়ার পর দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শেখ সাব্বির রাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কি, যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, এবং স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
 

সর্বশেষ

জনপ্রিয়