০৫ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৬, ৪ মে ২০২৫

বন্দরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

বন্দরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দাঁত উপড়ে রক্তাক্ত করে এক হোসিয়ারি ব্যবসায়ীর কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩ মে) রাতে বন্দর থানায় ভুক্তভোগী ব্যবসায়ী দীল মোহাম্মদ (৪৫), বাদী হয়ে মামলাটি করেন।

এ ঘটনায় বন্দর থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। তারা হলেন— সিমান্ত (২৮), মেহেদি (২৯), হিমেল (২৬), আলিফ (৩০), তসিফ (২৭) ও মিরান (২৭)। সকলেই নবীগঞ্জ (ইসলামবাগ) এলাকার বাসিন্দা এবং সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গত ২১ এপ্রিল রাতে নবীগঞ্জ এলাকার পরিত্যক্ত একটি ফার্মেসির পাশে, জাতীয় পার্টির বন্ধ অফিসের সামনে ঘটনাটি ঘটে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, দীল মোহাম্মদ সাইনবোর্ড এলাকা থেকে ব্যবসার নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে নবীগঞ্জ ঘাট পার হয়ে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় নবীগঞ্জ (ইসলামবাগ) এলাকার ছয়জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তার পথরোধ করে। তারা প্রথমে মোবাইল ও টাকা ছিনিয়ে নিতে চায়। বাধা দিলে তারা তার মুখে আঘাত করে উপরের দুটি দাঁত উপড়ে ফেলে এবং বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে।

ছিনতাইকারীরা তার বাম পকেটে থাকা ২ লাখ ৫০ হাজার টাকা, ডান পকেটে থাকা ১,৬০০ টাকা এবং একটি বাটন সিম্ফনি মোবাইল ছিনিয়ে নেয়।

দীল মোহাম্মদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়