তারাব পৌর নির্বাচনে জিতলেন যারা

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের তারাব পৌরসভা নির্বাচনে মেয়র পদে আগেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হাসিনা গাজী। পাশাপাশি পৌরসভার ৩টি ওয়ার্ডের সাধারণ আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছিলেন ৩ কাউন্সিলর।
পৌরসভার বাকি ৬টি ওয়ার্ডের সাধারণ আসনে বিজয়ী কাউন্সিলররা হলেন ২নং ওয়ার্ডে জসীম উদ্দিন ভুঁইয়া, ৩নং ওয়ার্ডে রাসেল সিকদার, ৫নং ওয়ার্ডে মো. হামিদুল্লা, ৭নং ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৮নং ওয়ার্ডে আমীর হোসেন ও ৯নং ওয়ার্ডে আতিকুর রহমান। অন্যদিকে ৩টি সংরক্ষিত আসনে বিজয়ী মহিলা কাউন্সিলররা হলেন-১নং ওয়ার্ডে লায়লা পারভিন, ২ নং ওয়ার্ডে মাহফুজা বেগম ও ৩নং ওয়ার্ডে জোসনা বেগম।
শনিবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলা পরিষদের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিংঅফিসার মতিয়ুর রহমান।
বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগেই নির্বাচিত হয়েছিলেন ১নং নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৪নং নম্বর ওয়ার্ডে আক্তার হোসেন ও ৬নং নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান।
এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৩ কেন্দ্রেই ইভিএম-এ ভোট গ্রহণ করা হয়। প্রতিটি ভোট কেন্দ্রেই পুরুষ ও মহিলা ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
প্রেস নারায়ণগঞ্জ.কম