২৬ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ জানিয়েছেন, পিআরসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে দলটি।
দাবিগুলো হলো- জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার করতে হবে, এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
উক্ত দাবির আলোকে আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৩টায় ডিআইটি চত্বরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। মুফতি মাসুম বিল্লাহ সকল নেতাকর্মী এবং তৌহিদী জনতাকে মিছিলে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
রোববার (২১ সেপ্টেম্বর) বাদ মাগরিব নগর কার্যালয়ে এক জরুরি সভায় তিনি আরও বলেন, কেন্দ্রীয় কর্মসূচির আলোকে মিছিলকে সাফল্যম-িত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন নগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, সহ-সভাপতি মাওলানা হাসান ইমাম মুন্সী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ শফিকুর রহমান প্রমুখ।